ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-আখাউড়া রেলপথের কাজ এগোচ্ছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  আগরতলা-আখাউড়া রেল সংযোগের বিষয়ে আরো এক ধাপ আগ্রগতি ঘটলো। আগরতলা থেকে নিশ্চিন্তিপুর পর্যন্ত রেলপথের সীমানা নির্দিষ্ট করে জমি চিহ্নিত করা হয়েছে।

কাজ শেষ হয়েছে গত দু’দিন আগেই। সম্পন্ন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ইঞ্জিনিয়াররা।

পুরো কাজের নেতৃত্বে ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার প্রদীপ দত্ত। তিনি জানিয়েছেন, ভারতের ভেতরে জমি চিহ্নিতকরণের কাজ সবটা শেষ। এখন ত্রিপুরা সরকার জমি দিলে শুরু হবে রেলপথ নির্মাণের কাজ।

আগরতলা থেকে আখাউড়া রেলস্টেশনের দূরত্ব ১৫ কিলোমিটার। এর মধ্য ভারতের দিকে হবে ৫ কিলোমিটার এবং বাংলাদেশের দিক থেকে হবে ১০ কিলোমিটার। ভারতের দিকে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি টাকা।

বাংলাদেশের দিকে ব্যয় হবে ১৬৭ কোটি টাকা। এর মধ্য বাংলাদেশের দিকে জমি অধিগ্রহণ বাবদ ধরা হয়েছে ২১ কোটি টাকা। বাংলাদেশের দিকে রেল লাইন নির্মাণ এবং জমি অধিগ্রহণে টাকা দেবে ভারতের বিদেশ মন্ত্রক।

প্রকল্পের শুরুতে হবে জমি চিহ্ণিত কর‍ার কাজ। দু’দেশের যৌথ সমীক্ষক দল আগেই এই রেল রুট চূড়ান্ত করেছিল।

রেল যাবে আগরতলা রেলস্টেশন হয়ে সিদ্ধি আশ্রম, বাঁধারঘাট, নিশ্চিন্তপুর হয়ে বাংলাদেশের গঙ্গাসাগর রেলস্টেশন। সেখান থেকে যাবে আখাউড়া রেল স্টেশন। নিশ্চিন্তিপুর হবে সীমান্ত রেল স্টেশন।

বাংলাদেশের ভেতর ১০ কিলোমিটার রাস্তার এলাইনমেন্ট করবে বাংলাদেশ রেল। নিশ্চিন্তিপুর থেকে গঙ্গাসাগর স্টেশন। সেখান থেকে আগের লাইনের পাশ ধরে রেল যাবে আখাউড়া পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।