পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে তৃণমূল। তুমুল লড়াইয়ের পর শুভেন্দুকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
রোববার (০২ মে) সকাল থেকে পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু হয়।
সকাল থেকেই ভোটের ফলাফল আসার পর থেকেই উচ্ছ্বাস বাড়তে থাকে তৃণমূল শিবিরে। ধীরে ধীরে বিজেপির চেয়ে তৃণমূলের আসন বাড়তে থাকে। এরমধ্যে নন্দীগ্রাম আসনে মমতা-শুভেন্দুর মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে শেষ হাসি হেসেছেন মমতাই।
শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মধ্যে মমতার তৃণমূল এগিয়ে ২১৯ আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৭২ আসনে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০২, ২০২১
এইচএডি/