ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

নিরঙ্কুশ জয়ের পথে মমতার তৃণমূল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ২, ২০২১
নিরঙ্কুশ জয়ের পথে মমতার তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়/ ছবি: সংগৃহীত

বুথফেরত জরিপ বা জনমত জরিপ সবক্ষেত্রেই আভাস মিলছিল পশ্চিমবঙ্গে ফের সরকার গড়তে যাচ্ছে মমতার তৃণমূল। অপেক্ষা ছিল রোববার (০২ মে) ভোট গণনার দিনের।

 

যদিও বিজেপি বারবার বলে যাচ্ছিল, দিদিকে তারা হারিয়ে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা উড়াবে তারা। কিন্তু দলটির সে স্বপ্ন বাস্তবে ধরা দিল না।  

রোববার (০২ মে) সকাল থেকে ভোট গণনার ফল আসতে শুরু করে। এতে দেখা যায়, পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। যদিও তিনি নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে গেছেন

রোববার (০২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মমতার তৃণমূল ২১৫ আসনে এগিয়ে আছে। বিজেপি এগিয়ে আছে ৭৬ আসনে। রাজ্যে বামেরা কোনো আসন পাচ্ছে না।

ভারতের পশ্চিমবঙ্গে আট পর্বে অনুষ্ঠিত হয় বিধানসভার ভোট। ভোটের সময় নির্বাচনী সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও নিউজ:
নন্দীগ্রামে হার মেনে মমতা বললেন, আদালতে যাবো
নন্দীগ্রামে শেষ রাউন্ডের ভোট গণনা শুরু, ৬০০ ভোটে এগিয়ে মমতা
নন্দীগ্রামে ৬ ভোটে পিছিয়ে মমতা
নন্দীগ্রামে ফের পিছিয়ে গেলেন মমতা
সব ঠিক থাকলে মমতাই ফের ক্ষমতায়
নন্দীগ্রামে ৩৩২৭ ভোটে এগিয়ে মমতা
নবম রাউন্ডেও এগিয়ে তৃণমূল, সমর্থকদের উল্লাস
তৃণমূল এগিয়ে, নন্দীগ্রামে পিছিয়ে মমতা
তৃতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, খোলা হয়নি ইভিএম

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ০২, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।