ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ভারত

১৫ দিনের লকডাউনে পশ্চিমবঙ্গ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মে ১৫, ২০২১
১৫ দিনের লকডাউনে পশ্চিমবঙ্গ 

কলকাতা: পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায়  দুসপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করলো মমতা সরকারের। যদিও সরকারের ভাষায় এটাকে বলা হচ্ছে ‘কড়া বিধিনিষেধ’।

কারণ লকডাউন বলতে যা বোঝায় তা ঠিক নয়।  

শনিবার (১৫ মে) নবান্নে রোববার (১৬ মে) সকাল ৬টা থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

বন্ধ থাকবে স্কুল, কলেজ, সরকারি, বেসরকারি অফিস, শিল্প ও প্রতিষ্ঠান, শপিংমল, রেস্টুরেন্ট, সুইমিং পুল, বিউটি পার্লারসহ একাধিক প্রতিষ্ঠান। তবে দোকান, সবজি-ফল-মুদিখানা-দুধ, মাংস ও মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত । যাতায়াতে মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাড়ি থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা। বিধিনিষেধ পরিবহনেও।

লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ। তবে সচল থাকবে সব জরুরি পরিষেবা। প্রয়োজনে চলবে ট্যাক্সি। হোম ডেলিভারি চালু থাকবে। বন্ধ থাকবে ধর্মীয়, বিনোদনমূলক, রাজনৈতিক, সাংস্কৃতিক জমায়েত।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৫, ২০২১
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।