কলকাতা: সপ্তাহের প্রথম দিনে করোনা স্বস্তিতে আছে ভারতে। গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ, কমেছে মৃত্যুও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, একদিনে ফের নতুন করে করোনায় কাবু হয়েছে ২৭ হাজার ২৫৪ জন। সব মিলিয়ে দেশটির করোনা শনাক্তর সংখ্যা বেড়ে ৩ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ১৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। সব মিলিয়ে করোনায় মৃত্যু বেড়ে ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জন।
তবে গত ২৪ ঘণ্টায় গোটা ভারতে যেখানে সংক্রমিত ২৭ হাজার সেখানে শুধুমাত্র ২০ হাজার ২৪০ জন শনাক্ত হয়েছেন কেরালায়। কেরালার পাশাপাশি মহারাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলেছে। মহারাষ্ট্রে একদিনে করোনায় কাবু সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। অপরদিকে পশ্চিমবঙ্গের একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৭৫১ জন মৃত ১০ জন।
সংক্রমণে লাগাম পরাতে ভারতজুড়ে চলছে করোনার টিকাকরণ অভিযান। তবে রোববার ছুটির দিন থাকায় টিকাকরণ বেশ কিছুটা কমে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশের ৫৩ লাখ ৩৮ হাজার ৯৪৫ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী এখনও পর্যন্ত ভারতে ৭৪ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৬৪৩ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
ভিএস/এএটি