কলকাতা: সনাতন ধর্মের সবচেয়ে বড় রীতি বিজয়া দশমী। এদিনে দেবী দুর্গা অর্থাৎ উমা বাপের বাড়ি থেকে গঙ্গাপথ ধরে ফিরে যান কৈলাসে অর্থাৎ স্বামীগৃহে।
তাই দশমীর দিন হিন্দু নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। দেবী দুর্গার কাছে বাংলার নারীদের আবেদন ‘তুমি যেমন শাখা-সিঁদুর নিয়ে সংসার করছো মা। আমরাও যেন স্বামীকে নিয়ে সুখে সংসার করতে পারি। ’
অপরদিকে এতদিন বাপের বাড়িতে থাকার পর বিদায় বেলায় উমার মন থাকে ভারাক্রান্ত। বাড়ির মেয়ে যাতে চোখের পানি ফেলে বিদায় না নেয়। সে কারণেই আনন্দের মধ্য দিয়ে গঙ্গার দিকে এগিয়ে চলেন হিন্দুরা। সনাতন রীতি অনুযায়ী গঙ্গাপথই হলো স্বর্গের পথ। এ গঙ্গাপথ ধরেই কৈলাস যান দেবী দুর্গা।
তাই শুক্রবার (১৫ অক্টোবর) গঙ্গায় যখন প্রতিমা নিরঞ্জন হচ্ছে তখন বিষন্ন মনে একটাই আবদার আবার এসো মা, তোমার পথ চেয়ে থাকবো আমরা। কপালে করজোড় আর ঢাকের বাদ্যি তখন জানান দিচ্ছে শেষ হলো সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
ভিএস/আরবি