ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

বাংলার মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন মমতা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
বাংলার মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন মমতা 

কলকাতা: বিজয় দিবসের ৫০ বছর ও বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী স্মরণ করে টুইট করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাদেশের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদেরও স্মরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মমতা টুইটে লেখেন, ‘সকলেরই মনে আছে, ১৯৭১ সালে কি সাহসের সঙ্গে বাংলার বীর যোদ্ধারা লড়াই করেছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা কুর্নিশ জানাই। তা ছাড়া এই কৃতিত্বে আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রেরণা। ’

পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়াম দিনটি উদযাপন করেছে। সেনাবাহিনীর ফটকের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে ভারতীয় সেনার তিন বাহিনির প্রধানরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনটি স্মরণ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের শ্রদ্ধা জানান।

অপরদিকে, বিজয় দিবসে বাংলাদেশের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকায় এসে শুক্রবার দেশে ফেরেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০২১
ভিএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।