ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে জেঁকে বসেছে শীত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
পশ্চিমবঙ্গে জেঁকে বসেছে শীত

কলকাতা: জানুয়ারির শেষ দিকে এসে পশ্চিমবঙ্গে জেঁকে বসেছে শীত। রাজ্যে মেঘমুক্ত আকাশে উত্তরী হাওয়ার প্রভাব বাড়তেই কমছে তাপমাত্রা।

ফলে কলকাতা শহরের পাশাপাশি শনিবার (২৯ জানুয়ারি) সব জেলাতে তাপমাত্রা কমেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ক’দিনে তাপমাত্রা আরও কমতে পারে। তবে সরস্বতী পূজার দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনে কলকাতাসহ সব জেলাতে হাড় কাঁপানো শীত পড়বে। ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

এছাড়াও আগামী তিনদিন রাজ্যে শীতের ব্যাপকতা বাড়বে। ফলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও শীত পড়বে। এর মধ্যে বেশ কয়েকটি জেলায় আগামী ৭২ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে দার্জিলিংয়ে আবারও বরফ পড়তে পারে।

তবে ৭২ ঘণ্টার পর থেকে পশ্চিমবঙ্গে পরিস্থিতির বদল হতে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে। সেক্ষেত্রে তখন থেকেই শীতের বিদায় ঘণ্টা বাজতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
ভিএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।