ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে উঠে গেল রাতের কারফিউ-বিধিনিষেধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
পশ্চিমবঙ্গে উঠে গেল রাতের কারফিউ-বিধিনিষেধ

কলকাতা: পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ শেষের দিকে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬ জন, মৃত শূন্য।

এ পরিস্থিতিতে দুই বছর পর পশ্চিমবঙ্গ থেকে উঠে গেল রাত্রিকালীন কারফিউ। পাশাপাশি উঠে গেল করোনা বিধিনিষেধ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নতুন এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন।

এতে বলা হয়েছে, বাংলায় সংক্রমণের হার কমার কারণে রাত্রিকালীন কারফিউ ও বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। শুক্রবার দিবাগত রাত থেকে এই সিদ্ধান্ত রাজ্যটিতে কার্য়কর হবে।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১ এপ্রিল থেকে দেশটি থেকে করোনা বিধিনিষেধ তুলে দেওয়ার কথা। তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ববিধি বহাল থাকবে।

নবান্নও বিজ্ঞপ্তিতে একই বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে নবান্নের নির্দেশ, সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থার অফিসে আগের মতোই করোনাবিধি মেনে কাজ করতে হবে। নজর রাখতে হবে স্কুলগুলোয়। পশ্চিমবঙ্গে শিশু থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চালু হয়ে গিয়েছে।

রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ পশ্চিমবঙ্গে জারি থাকত। এবার ১ এপ্রিল থেকে সেই কারফিউ সম্পূর্ণভাবে উঠে গেল। করোনা সংক্রমণ একবারেই নিম্নমুখী এবং করোনার কারণে মৃত্যু নেই। সেই কারণে যাবতীয় বিধিনিষেধ তুলে নিল মমতা সরকার।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, এপ্রিল ৩১, ২০২২
ভিএস/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।