ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মা দিবসে মায়েদের স্যালুট জানিয়ে মমতার টুইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ৮, ২০২২
মা দিবসে মায়েদের স্যালুট জানিয়ে মমতার টুইট

কলকাতা: রোববার (৮ মে) বিশ্ব মা দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী এ দিনটি পালিত হয়।

দিনটিকে স্মরণ করে বিশ্বের সব মায়েদের মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশ্বের প্রত্যেক মাকে দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। মা আমাদের গর্ভধারিণী, মা আমাদের দেবীর স্বরূপ। আমাদের মাতৃভূমি ও বিশ্ব মাকে আমি আমার কবিতা ও গানের মাধ্যমে আহ্বান করেছি। ব্রহ্মাণ্ডের সব মায়েদের স্যালুট জানাই।

১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটিকে আমেরিকায় জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছিল। তারপর থেকে বিশেষ এ দিনটির গুরুত্ব আরও বেড়ে যায়। নানা অনুষ্ঠানের মাধ্যমে মায়ের সম্মান জানাতে এ দিনটি পালন করা হয়ে থাকে।

পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে ভারতেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মায়েদের আত্মত্যাগ, নিষ্ঠা ও সন্তানের প্রতি আকুণ্ঠ ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে পালন হয়ে থাকে মা দিবস।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০৮, ২০২২
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।