শনিবার (৪ মার্চ) বিকেলে পোল্ট্রি শো অ্যান্ড সেমিনারের সমাপনী অনুষ্ঠানে আয়োজক ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের (ওয়াপসা) বাংলাদেশ শাখার তরফ থেকে এ কথা জানানো হয়।
সমাপনীতে ওয়াপসা’র বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, তিন দিনের পোল্ট্রি শো’তে আমরা প্রচুর সাড়া পেয়েছি।
ওয়াপসা’র বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক বলেন, এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ও উদ্যোক্তারা এসেছেন। যে পর্যায়ের সাড়া পাওয়া গেছে, তাতে আমরা আনন্দিত। মেলায় ৫০ হাজার দর্শনার্থী এসেছেন।
পোল্ট্রি মেলার আহ্বায়ক মশিউর রহমান বলেন, সায়েন্টিফিক সেশনগুলোতে পোল্ট্রির রোগ-বালাই এবং চিকিৎসার নতুন নতুন দিক নিয়ে আলোচনা হয়েছে, যা এ খাতের জন্য খুবই সহায়ক। আগামীতে এ নিয়ে আমাদের আরও কাজ করতে হবে।
তিন দিনব্যাপী মেলায় সেরা স্টল হিসেবে পুরস্কার পেয়েছে এভন এনিম্যাল হেলথ। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পায় চিকস অ্যান্ড ফিডস ও রেনেটা লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পায় প্যারাগন গ্রুপ ও বেঙ্গল ওভারসিজ লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
ইউএম/এইচএ/