১৪ জুলাই ঢাকায় সামিট কমিউনিকেশন্স এর সঙ্গে দেশের ১২টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) চুক্তি স্বাক্ষর করেছে । চুক্তি অনুসারে সামিট কমিউনিকেশন্স ১২টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে ভূগর্ভস্থ ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণে কারিগরি সহায়তা দেবে।
চুক্তিবদ্ধ ১২টি আইএসপি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স এর ভূগর্ভস্থ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। উদ্যোগটি বাস্তবায়নে ঢাকায় বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা ক্যাবলের সংখ্যাও অনেকটা কমে যাবে। এ মুহূর্তে সামিট কমিউনিকেশন্স ঢাকাকেন্দ্রিক নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে। অচিরেই এ সম্প্রসারণ কার্যক্রম দেশব্যাপী শুরু হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, চুক্তিবদ্ধ ১২টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হচ্ছে অগ্নি সিস্টেম, গ্রামীণ সাইবারনেট, আমরা নেটওয়ার্ক, প্রিজমা ডিজিটাল, অ্যাকসেস টেলিকম, লিঙ্ক থ্রি টেকনোলজিস, অপটিম্যাক্স কমিউনিকেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, কানেক্টবিডি, ঢাকা কম, সিটেক সাইবারনেট এবং অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ।
বাংলাদেশ স্থানীয় সময় ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০