অনলাইন তথ্য সংরক্ষক প্রতিষ্ঠান থ্রিপার ক্রয়ে মাঠে নেমেছে বিশ্বের বড় দুই কমপিউটার নির্মাতা এইচপি এবং ডেল। থ্রিপার ক্রয়ে গত সপ্তাহে ডেল ১২০ কোটি ডলার ব্যয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এইচপি সূত্রে জানা গেছে, থ্রিপার যদি তাদের এ অফার গ্রহণ করে তবে এ বছরের শেষভাগে তারা থ্রিপার ক্রয় করবে। উল্লেখ্য, থ্রিপারের কাউড কমপিউটিং সেবা কাজে লাগাতেই প্রতিষ্ঠান দুটির এ প্রতিদ্বন্দ্বীতা।
তাই এইচপি কিংবা ডেল থ্রিপার ক্রয়ে সমর্থ হলে তাদের গতানুগতিক কমপিউটার তৈরির সঙ্গে নতুন ব্যবসায়ীক সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০