উইন্ডোজ সমর্থিত অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের একাধিক ফিচার। মজিলা প্রথমবার জিকো ২.০ সংস্করণের ওয়েব প্ল্যাটফর্মের লেআউট ইঞ্জিনে ওয়েব ব্রাউজারভিত্তিক ফায়ারফক্সের ৪.০ সংস্করণ চালু করার উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, নতুন ৪.০ সংস্করণ আগের ৩.৭ সংস্করণকে সমর্থন করবে না। নতুন ৪.০ সংস্করণকে অধিক ফিচারের সমন্বয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। ফলে মজিলার নব নির্মিত ওয়েব ব্রাউজার নতুনভাবে বিন্যাস করা হচ্ছে। নির্ধারিত ফিচারে অন্তর্ভুক্ত করা যাবে ওয়েবএম ভিডিও ফরম্যাট এবং ভাষাগত দিক থেকে এইচটিএমএল ৫ সংস্করণ সমর্থণ করবে।
মজিলা ফায়ারফক্স এর নতুন ৪ সংস্করণের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে প্রথমটি হচ্ছে ট্যাব সংক্রান্ত। যা ফায়ারফক্সে সব ট্যাবগুলো উপরের দিকে দৃশ্যমান হবে। তবে সুবিধাটি ভোগ করার সুযোগ পাবে শুধু অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর আওতাধীন ভোক্তারা। তবে সংশ্লিষ্টরা আশা করছে, ক্রমান্বয়ে আকর্ষণীয় ওয়েব ব্রাউজারের সেবাটি লিনাক্স ও ম্যাক অপারেটিং সিস্টেম এক্স সংস্করণেও ব্যবহারযোগ্য হবে।
ফায়ারফক্স নির্মিত প্রয়োজনীয় ফিচারগুলোর মধ্যে আছে (অ্যাডস-অন ম্যানেজার) যার মাধ্যমে আগ্রহী ভোক্তারা পছন্দের সব অ্যাপলিকেশন বৃহৎ পরিসরে সংরক্ষণের সুযোগ পাবে। ব্রাউজারের থ্রিডি রেন্ডারিং এ পুরোপুরিভাবে ওয়েবজিএল সমর্থণ করবে।
তাছাড়া সংশ্লিষ্টরা প্রতিশ্রুতি দিয়েছে ফিচারগুলোর বিশেষ অংশ হিসেবে আধুনিক সব কার্যক্রম সম্পাদনের ব্যবস্থা যুক্ত থাকবে। আবার ব্রাউজারের বিশাল সংরক্ষিত তথ্য ভান্ডারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থাপনাও থাকবে। উল্লেখ্য, উইন্ডোজে ব্যবহারের জন্য মজিলা ফায়ারফক্সের নতুন ৪.০ সংস্করণ ডাউনলোড করার সুযোগ থাকছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১০