ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

জার্মানিতে ফেসবুকের বিপক্ষে কঠোর অবস্থান

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
জার্মানিতে ফেসবুকের বিপক্ষে কঠোর অবস্থান

সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে জার্মান। অভিযোগ উঠেছে, যারা ফেসবুক ভোক্তা না তাদের ব্যক্তিগত তথ্যও ফেসবুকে সংরক্ষিত হচ্ছে।

ফলে ফেসবুক তথ্যগুলো নিজের প্রয়োজনে ব্যবহার করছে।

সূত্র জানিয়েছে, আইন প্রণয়নের ফলে ফেসবুকের হাজার হাজার ইউরো জরিমানা হতে পারে। এরই মধ্যে ফেসবুক আইন সংক্রান্ত চিঠি গ্রহণ করেছে। উল্লেখ্য, এ বিষয়ে আগামী ১১ আগষ্টের মধ্যে ফেসবুককে চিঠির উত্তর দিতে হবে।

হামবার্গ ডাটা প্রোটেকশন অথরিটি এর প্রধান জোহান্স ক্যাসপার জানান, তৃতীয় পক্ষের তথ্য সংরক্ষণ করায় ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে অনেকের অভিযোগ পাওয়া গেছে যারা ফেসবুক ভোক্তা নন, কিন্তু তাদের বিস্তারিত তথ্য ফেসবুকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে যুক্ত হয়েছে। জার্মান মূখপাত্র স্টিফ্যানো হ্যাসেল জানান, প্রতিদিন লক্ষাধিক জার্মানি ফেসবুকে একে অপরকে খুঁজে বেড়াচ্ছে। কাজেই ফেসবুকের কাছে অনেক তথ্য জমা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

একজন ফেসবুক ভোক্তা যখন তার বন্ধু ফেসবুক ব্যবহার করছে কিনা তা জানতে ফেসবুকে সার্চ করে তখন ফেসবুক তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে। কারণ সার্চ করার সময় নির্দিষ্ট ব্যক্তির বিস্তারিত তথ্য প্রদান করতে হয়। এ মুহুর্তে ফেসবুক বিনা অনুমতিতে তৃতীয় পক্ষের বিস্তারিত তথ্য নিজেদের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করছে বলে অভিযোগ আছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।