২০১৩ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রতিটি ঘরে থাকবে ত্রিমাত্রিক টিভি। বিশ্বের খ্যাতনামা গেম প্রকাশক ইউবিসফট এর বিপণন বিভাগের প্রধান মুরে্য প্যানেল সম্প্রতি তথ্যটি জানিয়েছেন।
এ মুহূর্তে ত্রিমাত্রিক টিভির চাহিদা দ্রুত এবং ক্রমান্বয়ে বাড়ছে বলে ইউবিসফট সূত্র জানায়। তবে চলতি বছরের প্রথমভাগে ত্রিমাত্রিক টিভি ক্রয়ের প্রবণতা তুলনামূলক কম থাকলেও আগামী ৩ বছরের মধ্যে ত্রিমাত্রিক টিভির বিক্রি আরও বাড়বে। এ সম্ভাবনাকে সামনে রেখে গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো ত্রিমাত্রিক গেম নির্মাণ শুরু করেছে।
সনির প্লেস্টেশন থ্রি ও নিনতেনদোর গেম কনসোলকে ত্রিমাত্রিক করতে কাজ করছে। ইউবিসফট সূত্র জানায়, ২০১২ সালের মধ্যে বিশ্বের ভিডিও গেমের ৫০ ভাগই হবে ত্রিমাত্রিক। তাছাড়া আগামী বছর নাগাদ বিশ্বের প্রায় ১৫ থেকে ২০ ভাগ গেমই ত্রিমাত্রিক প্রযুক্তিতে তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১০