আজ ১৫ জুলাই, বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০১০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবারও ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফল জানা যাচ্ছে।
তাছাড়া যে কোনো টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, ওয়ারিদ ও সিটিসেল নম্বর থেকে ফল জানা যাচ্ছে। ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশন থেকে REG লিখে space দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন Dha, Chi, Tec) লিখে আবার space দিয়ে রোল নম্বর লিখতে হবে। তারপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
অন্যদিকে এবারই প্রথম টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাচ্ছে। আবেদন করতে মোবাইল এর মেসেজ অপশনে RSC লিখে space দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে space দিয়ে রোল নম্বর লিখে আবার space দিয়ে Subject Code লিখতে হবে। তারপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা করে চার্জ কেটে নেওয়া হবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০