এ মুহূর্তে চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪২ কোটি ছাড়িয়েছে। ফলে বিশ্বের ইন্টারনেট ব্যবহারের শীর্ষ স্থানটি এখন চীনের দখলে।
উল্লেখ্য, আগের চেয়ে বর্তমানে চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৩১ ভাগ। চীনে ইন্টারনেটভিত্তিক বিপণন ব্যবস্থা জনপ্রিয় হওয়াই এ মুহূর্তের ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির মূল কারণ। তাছাড়া দেশের ১৪ কোটি ২০ লাখ অধিবাসী অনলাইনে পণ্য বিকিকিনি সুবিধা নিচ্ছে।
অন্যদিকে চীনের মোবাইলভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আগে ৪ কোটি ৪০ লাখ বেড়ে ২৭ কোটি ৭০ লাখ এ দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগে চীনের মোবাইলভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ কোটি ৩০ লাখ। চীনে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক চালু হওয়ায় মোবাইলভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০