ঢাকা: চলতি বছরের তৃতীয় প্রান্তে ব্যাপক মুনাফা কমলেও ভারতের ট্যাবলেট বাজার নিজেদের দখলে রেখেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) এমনটিই জানিয়েছে।
আইডিসির তথ্য অনুযায়ী, বিভিন্ন উৎসবের কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় চলতি বছর ভারতের ট্যাবের বাজার দখলে রেখেছে স্যামসাং। চলতি বছরের প্রত্যেক প্রান্তিকে ভারতে ট্যাবের চালান ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আইডিসি।
অ্যান্ড্রয়েড ডিভাইস নেতৃত্বাধীন ভারতের বাজারের ২২ দশমিক ২ শতাংশ দখলে রেখেছে স্যামসাং। ১০ দশমিক ৯ শতাংশ বাজার দখলে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাইক্রোম্যাক্স, ১০ দশমিক ৬ শতাংশ বাজার শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইবল।
আর ৬ দশমিক ৭ শতাংশ শেয়ার নিয়ে চর্তুথ স্থানে রয়েছে অ্যাপল। বাকি ৪১ দশমিক ৪ শতাংশ রয়েছে অন্যদের দখলে।
আইডিসি বলছে, পরবর্তী প্রতিদ্বন্দ্বী থেকে সবসময়ই বেশ দূরত্বে অবস্থান করে স্যামসাং। মাইক্রোম্যাক্স দ্বিতীয় অবস্থানে থাকলেও, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৫ শতাংশ।
আইডিসির গবেষণা বিষয়ক ম্যানেজার কিরণ কুমার বলেন, ছোট পর্দার হ্যান্ডসেটের পরিবর্তে ৮-৯ ইঞ্চি পর্দার ট্যাবের দিকে ঝুঁকছেন মানুষ।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪