ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েডে ‘পিকচার ইন পিকচার’ ফিচার

‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
অ্যান্ড্রয়েডে ‘পিকচার ইন পিকচার’ ফিচার

ট্যাবলেট ব্যবহারকারীরা আগে থেকেই স্কাইপে’তে ‘পিকচার ইন পিকচার’ ফিচারের সুবিধা উপভোগ করছে। সেই ফিচারটি এবার অ্যান্ড্রয়েড প্লাটফর্মে উন্মুক্ত করেছে মাইক্রোসফট।



তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্কাইপে’র সঙ্গীদের সাথে মতবিনিময়ে পাচ্ছে নতুন অভিজ্ঞতা নেয়ার সুযোগ।

‘পিকচার ইন পিকচার’র বিশেষ সুবিধা এটি ব্যবহারকারীকে একসাথে একাধিক অ্যাপ খুলে রাখা অবস্থায় কাজ করতে সমর্থন দেয়। এমনকি এর উইন্ডো পর্দার যেকোনো যায়গায় সহজেই স্থানান্তর করা যায়। পর্দা্য় অনেকগুলো অ্যাপ খোলা থাকলেও এটি ব্যবহারকারীর আই কন্ট্রাক্ট ঠিক রাখতে সক্ষম। মাল্টিটাস্কিং সুবিধার বলে ফিচারটিকে চমকপ্রদ বলে মনে করছে প্রযুক্তি অঙ্গনের লোকজন।

অ্যান্ড্রয়েডে স্কাইপে মেসেঞ্জার হালনাগাদ সম্পর্কে আরো বলা হচ্ছে যে, দিনে দিনে মোবাইল ফোনের মান বর্ধন হওয়ায় মাইক্রোসফট সুবিধাটি আনতে মনস্থির করে।

এছাড়া বিদ্যমান কিছু সমস্যার সমাধান আনেতও অ্যান্ড্রয়েডের জন্য স্কাইপে হালনাগাদ করা হয়েছে এমনও ধারণা রয়েছে।

এর আগে মাইক্রোসফট স্বল্প কিছু ব্যবহারকারীদের জন্য রিয়েল টাইম স্পীচ ট্রান্সলেশন পরীক্ষামূলকভাবে চালু করে। এছাড়া তাদের অফিস অনলাইন অ্যাপসের সাথে স্কাইপে যুক্ত করে। যাতে ব্যবহারকারীরা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট ডকুমেন্টস এই অ্যাপসের মাধ্যমে সহজেই সহকর্মীদের সাথে আলোচনা করতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪   



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।