কম্পিউটার পণ্য-সামগ্রীর ক্রেতাদের জন্য গ্রহণযোগ্য ও বাস্তবধর্মী বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস) ওয়ারেন্টি নীতিমালা প্রবর্তন করেছে।
কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসা সংশ্লিষ্ট আমদানীকারক, পরিবেশক, সরবরাহকারী, খুচরা সহ সকল পর্যায়ের ব্যবসায়ীদের সাথে বিসিএস কার্যনির্বাহী কমিটির ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে ২৯ নভেম্বর এ নীতিমালা প্রবর্তন করা হয়।
প্রবর্তিত নতুন এই ওয়ারেন্টি নীতিমালা অনুয়ায়ী ওয়ারেন্টির আওতাভূক্ত কম্পিউটার পণ্যসমূহের ক্ষেত্রে সকল ব্যবসায়ী ক্রেতাদের সর্বনিম্ন ১ বৎসরের ওয়ারেন্টি প্রদান করবেন ।
বিসিএস সুত্র মতে, ১ ডিসেম্বর থেকে নীতিমালা কার্যকর হবে।
দেশে কম্পিউটার হার্ডওয়্যার পণ্যের ব্যবসায়ে বিরাজমান মন্দা পরিস্থিতি নিরসনে প্রবর্তিত এই ওয়ারেন্টি নীতিমালা ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে বলে আশা করছেন বিসিএস কার্যনির্বাহী কমিটি।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪