ঢাকা: ভারতের বাজারের জন্য গ্র্যান্ড এস টু’র মূল্য ঘোষণা করেছে চীনের টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান জিটিই। সোমবার (০১ ডিসেম্বর) থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে হ্যান্ডসেটটি।
এক সিমের গ্র্যান্ড এস টু’র পর্দা ৫ দশমিক ৫ ইঞ্চি। অ্যান্ড্রয়েডের ৪.২ জেলিবিন ভার্সনের হ্যান্ডসেটটির প্রসেসর ২.২ গিগাহার্জ। আর ৠাম ২ জিবি।
এলইডি ফ্ল্যাশ সমৃদ্ধ জিটিই গ্র্যান্ড এস টু’র মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ১৬ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটির ওজন একশ ২০ গ্রাম। এর ধারণক্ষমতা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
দুই হাজার পাঁচশ এমএএইচ ব্যাটারির ধারণক্ষমতার হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে তের হাজার নয়শ নিরনব্বই রুপি।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪