২৪ জুলাই খুলনায় আনুষ্ঠানিক যাত্রা করেছে ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা বাংলালায়ন। দেশজুড়ে ওয়াইম্যাক্স ইন্টারনেট সম্প্রসারণে বিভাগীয় শহরগুলোতে সেবা প্রদানের ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর পর এবার বন্দরনগরী খুলনায় শুরু হলো তাদের কার্যক্রম।
শনিবার খুলনা নগরীতে আয়োজিত সম্মেলনে বাংলালায়ন এর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালায়ন এর চীফ কমার্শিয়াল অফিসার শফিউল হক চৌধুরী, মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) আবুল কালাম আজাদ, হেড অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স জিএম ফারুক খানসহ আরও অনেকে।
শফিউল হক চৌধুরী জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে খুলনা অঞ্চলকে ওয়াইম্যাক্স ইন্টারনেট এর আওতায় আনতে তারা সেবা প্রদান শুরু করেছে। তাছাড়া খুলনার শিা, স্বাস্থ্য, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে ইন্টারনেট সেবদাতা বাংলালায়ন ভূমিকা রাখবে বলে তিনি জানান।
উল্লেখ্য, খুলনায় বাংলালায়ন ১২৮ কেবিপিএস, ২৫৬ কেবিপিএস, ৫১২ কেবিপিএস, ১ এমবিপিএস, ২ এমবিপিএস ও ৫ এমবিপিএস এর প্যাকেজের মাধ্যমে সেবা দেবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থাও থাকছে। শিক্ষার্থীরা মাসিক ৮০০ টাকায় ২৫৬ কেবিপিএস গতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০