ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিল্ট-ইন টিভি কার্ডে আসুস মাল্টিটাচ পিসি

‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বিল্ট-ইন টিভি কার্ডে আসুস মাল্টিটাচ পিসি

আসুসের ইটি২২৩০আইইউটি মডেলের নতুন মাল্টি-টাচ্ স্ক্রিন ফাংশনের অল-ইন-ওয়ান পিসি এখন দেশে। আসুসের বাংলাদেশ পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আনা এ পণ্যের বিশেষ সুবিধা রিমোর্ট কন্ট্রোলসহ বিল্ট ইন টিভি কার্ড।

যার ফলে কাজের পাশাপাশি বিনোদনেও এটি ব্যবহারযোগ্য।
 
হালকা ও পাতলা গড়ন হওয়ায় ব্যবহারকারীরা এটি বাসা বা অফিসের স্বল্প পরিসরে রাখার সুযোগ পাবে।

ইটি২২৩০আইইউটি মডেলে রয়েছে সাড়ে ২১-ইঞ্চি এইচডি মাল্টি-টাচ্ ডিসপ্লে।

অন্যান্য বৈশিষ্ট্যগুলো ৩.০ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪ জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিক্স, এইচডি অডিও, ওয়েবক্যাম, বিল্ট-ইন স্পিকার, ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মেমোরী কার্ড রিডার, কীবোর্ড এবং মাউস।

পিসিটির বাজার মূল্য ৬১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।