ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইওএস প্লাটফর্মে স্কাইপে’র নতুন সংস্করণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
আইওএস প্লাটফর্মে স্কাইপে’র নতুন সংস্করণ

এসেছে স্কাইপে’র আরো একটি সংস্করণ। চমকার ও দরকারি ফিচার যোগে আসা নতুন ৫.৯ সংস্করণটি আইওএস প্লাটফর্মে ব্যবহারযোগ্য।

এর আগে একই প্লাটফর্মে উন্মুক্ত হয় স্কাইপে’র আরেক ভার্সন। যেটি স্কাইপে ব্যবহারকারীদের চাহিদা মেটাতা পারেনি। কিন্তু ৫.৯ সংস্করণটিতে যুক্ত চরম দুটি ফিচার ব্যবহারকারীদের আকৃষ্ট করবে এমন আশা নির্মাতা প্রতিষ্ঠানের।

এদিকে স্কাইপে’র নতুন আপডেটের খবর প্রকাশ পাওয়ায় প্রযুক্তি দুনিয়ার লোকজনের ধারণা চরম প্রতিদ্বন্দীতার মুখোমুখি হয়ে জোড়ালাভাবে আইওএস’র উপযুক্ত করে তৈরি হচ্ছে ৫.৯।

এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, ৫.৯’এ যুক্ত ফিচারের মাধ্যমে ব্যবহারকারী খুব দ্রুত একজন কিংবা দলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে।

একসাথে অনেকজনকে নিয়ে আড্ডা দেয়ার জন্য এটি বেশ উপভোগ্য।

সুবিধাটি পেতে স্কাইপে ব্যবহারকারীদের নিউ চ্যাট আইকন খুলতে হবে এবং কার সাথে আড্ডায় মাতবে তা মনস্থির করতে হবে।

উল্লেখ্য, স্কাইপে ডায়ালারেও এসেছে হালনাগাদ। এখানে ডিজিট প্রবেশের উপর ভিত্তি করে সার্চ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।

সার্চ অপশনটি স্কাইপে ব্যবহারকারীদের খুজে বের করে তা ব্যবহারকারীর কন্ট্রাক্ট লিস্টে দেখাবে।

স্কাইপে’র আরো একটি কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে যেটি প্রতিষ্ঠানকে অ্যাপ উন্নয়নে সাহায্য করবে। এটি অল্প কিছু ব্যবহারকারীদের সাইন আপে সমর্থন দেয়। এছাড়া এটি সাইন আপ করা ব্যবহারকারীদের অ্যাপ সম্পর্কে নিজের মতামত প্রকাশেরও সুযোগ দেয়।

আইফোন ব্যবাহরকারীদের জন্য নতুন এই সংস্করণ আশার আলো নিয়ে আসবে এবং ক্ষতিকর অ্যাপ নিয়ন্ত্রনে থাকবে প্রচুর সুবিধা এমন প্রত্যাশা করছে আগ্রহীরা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।