ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টের ব্র্যান্ড অ্যাম্বেসেডর ক্রিকেটার মুমিনুল হক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
স্মার্টের ব্র্যান্ড অ্যাম্বেসেডর ক্রিকেটার মুমিনুল হক মুমিনুল হক

দেশের অন্যতম বৃহৎ প্রযুকিপণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুমিনুল হক।

চুক্তি অনুযায়ী আগামী এক বছর স্মার্ট টেকনোলজিস পরিবেশিত বিশ্বখ্যাত জার্মান এন্টিভাইরাস ব্রান্ড অ্যাভিরার সব ধরনের বিজ্ঞাপনে দেখা যাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত দিতীয় সর্বোচ্চ গড়ের অধিকারী এই ব্যাটসম্যানকে।



সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে চুক্তিস্বাক্ষর বৈঠকে ক্রিকেটার মুমিনুল হক ছাড়াও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের অ্যাভিরা প্রোডাক্ট ম্যানেজার জিয়াউল হুদা হিমেল, সিনিয়র মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ মাহফুজুর রহমান মুকুল এবং মুমিনুল হক এর এজেন্ট মোঃ পলাশ হোসেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।