ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি খাতে আরো বিনিয়োগ দরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
তথ্যপ্রযুক্তি খাতে আরো বিনিয়োগ দরকার হোলিন জাও

ঢাকা: বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন বেগবান করতে এ খাতে আরও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হোলিন জাও।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে আইটিইউ মহাসচিব এ কথা বলেন।



সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

আইটিইউ মহাসচিব প্রধানমন্ত্রীকে ১৭ মে সুইজারল্যান্ডের জেনেভায় আইটিইউর ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানান বলে জানান শামীম চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও উচ্ছ্বসিত প্রশংসা করে হোলিন জাও।

 সরকারের ‘রূপকল্প-২০২১’ তিনি খুবই অনুপ্রাণিত হয়েছেন বলে জানান। তিনি সরকারের ডিজিটাল কর্মসূচিরও প্রশংসা করেন।

আইটিইউ মহাসচিব ডিজিটাল কর্মসূচিকে এগিয়ে নিতে বাংলাদেশের জন্য একটি পৃথক স্যাটেলাইটের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে একটি প্রকল্প গ্রহণ করেছে। ২০১৭ সালের জুনের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এই প্রকল্প বাস্তবায়ন করবে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ড. মিনেন্দ্রা রিজাল, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লিওনপো ডি এন দুঙ্গায়েল এবং মালদ্বীপের স্বরাষ্ট্র উপমন্ত্রী আহমেদ সিদ্দিক।

 তারা বাংলাদেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

 বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, প্রতিবেশী দেশের এই তিন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল কর্মসূচিতে বাংলাদেশ অসামান্য অগ্রগতি অর্জন করেছে। তারা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সাফল্যের জন্যও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

এই অঞ্চলের দারিদ্র্যকে প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে লড়াইয়ে এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেপাল ও ভুটানের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিন মন্ত্রীই তাদের দেশের সরকার প্রধানের পক্ষে প্রধানমন্ত্রীকে তাদের দেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।