ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেসেঞ্জার চালাতে প্রয়োজন নেই ফেসবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
মেসেঞ্জার চালাতে প্রয়োজন নেই ফেসবুক

ঢাকা: মেসেজিং আদান-প্রদান অ্যাপ ‘ফেসবুক মেসেঞ্জার’ ব্যবহারে এখন থেকে আর ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। এমনটিই জানিয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক।



যুক্তরাষ্ট্র, কানাডা ও ভেনিজুয়েলার ব্যবহারকারীরা ইতোমধ্যে এ সুবিধা ভোগ করছেন বলে জানিয়েছে সামাজিক যোগাযোগের অন্যমত এ মাধ্যমটি।

মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোডের পর সাইন-আপ স্ক্রিনে ‘নট অন ফেসবুক’ নামে একটি অপশন পাওয়া যাবে। এতে নাম ও ফোন নম্বর দিয়েই অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক মেসেঞ্জার।

অ্যাকাউন্টধারীরা এ মেসেঞ্জারে যেসব সুবিধা উপভোগ করেন, শুধুমাত্র মেসেঞ্জার ব্যবহারকারীরাও একই সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে ব্যক্তিকে তার নিজস্ব নেটওয়ার্কের (বন্ধুবান্ধব) ওপর নির্ভর করতে হবে।

তবে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা কবে থেকে এ সুবিধা ভোগ করতে পারবেন সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক।

সর্বশেষ গত মার্চের হিসেব অনুযায়ী, বিশ্বব্যাপী একশ ৪৪ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।