ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নালিতাবাড়ীতে ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
নালিতাবাড়ীতে ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পাবলিক হল অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করেন শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।



পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এবং বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন ও সহসভাপতি আব্দুস সবুর।

মেলায় তথ্য সেবা নিয়ে সরকারি-বেসরকারি ১৪টি প্রতিষ্ঠানের স্টল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।