ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ারটেল ফেভারিটসদের জন্য এইস এভিয়েশনে এক্সক্লুসিভ সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
এয়ারটেল ফেভারিটসদের জন্য এইস এভিয়েশনে এক্সক্লুসিভ সার্ভিস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও এইস এভিয়েশনের  মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ‍আওতায় এয়ারটেল কর্মকর্তা এবং এয়ারটেল ফেভারিটস গ্রাহকরা এইস এভিয়েশনে বিভিন্ন ছাড় পাবেন।

দেশের সকল এইস এভিয়েশন সার্ভিস লিমিটেডে এই অফারটির সেবা পাওয়া যাবে।

সুবিধার মধ্যে রয়েছে এইস এভিয়েশন সার্ভিস লিমিটেডে সব ধরনের হলিডে প্যাকেজের উপর বিশেষ ছাড়, বিমান বন্দরের বিজনেস কাউন্টারে প্রয়োরিটি চেক-ইন, ব্যাগেজ চেকিংয়ের জন্য প্রয়োরিটি ট্যাগ ও স্বল্প মূল্যে বিজনেস ক্লাস সুবিধা।

অফারের প্যাকেজ অনুযায়ী এয়ারটেল কর্মকর্তা এবং এয়ারটেল ফেভারিটস কাস্টমাররা ফ্রি কমপ্লিমেন্টারি হোটেল অবস্থান (শর্তসাপেক্ষে), ভিসা প্রসেসিং এ প্রয়োজনীয় সহযোগিতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারটেল।

আগ্রহী এয়ারটেল কর্মকর্তারা এইস এভিয়েশন সার্ভিস লিমিটেড এ তাদের আইডি অথবা ভিজিটিং কার্ড এবং এয়ারটেল হাই ভ্যালু গ্রাহকগণ এয়ারটেল প্রদত্ত এসএমএস দেখিয়ে এই সুবিধাটি পেতে পারেন।

ক্যাশ এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের পেমেন্ট করা যাবে বলে জানিয়েছে এয়ারটেল। যে কোন এমআরপি সাভির্সের উপর ভ্যাট প্রযোজ্য হবে।

সম্প্রতি রাজধানীর বনানীতে এয়ারটেলের প্রধান অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশ লি.এর হেড অব পিআর এবং আইসি শমিত মাহবুব সাহাবুদ্দিন, হেড অব কর্পোরেট এবং হাই ভ্যালু সার্ভিস এক্সপেরিয়েন্স আজমত উল্লাহ খান, ম্যানেজার ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট তানভীর আহমেদ, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার-কাস্টমার সার্ভিস শাকির এম বায়েজিদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এইস সার্ভিস এভিয়েশন লি. এর পক্ষে ছিলেন কান্ট্রি ম্যানেজার কেডিএন সম্পাত, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খাজা বিল্লাল, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট সানিয়া আলম।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।