৩১ জুলাই ভারতের অন্যতম বৃহৎ আইটি পার্ক হিসেবে পরিচিত টেকনোপার্কের ২০ বছর পূর্তি হয়েছে। ১৯৯০ সালে ভারতের কেরালা প্রদেশের থিরুভানানথাপুরাম শহরে এ টেকনোপার্ক স্থাপন করা হয়।
কেরালা সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সেক্রেটারি ড. অজয় কুমার জানান, কেরালার তথ্যপ্রযুক্তিনির্ভর বাণিজ্য টেকনোপার্ক গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাছাড়া দেশের তথ্যপ্রযুক্তির কাঠামোগত উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে টেকনোপার্কের ভূমিকা ছিল অপারিসীম।
২০ বছরে উদযাপন উপলক্ষে এরইমধ্যে টেকনোপার্কের ওয়েবসাইট নতুন করে সাজানো হয়েছে। কেরালার প্রধানমন্ত্রী ভিএস আচুথানন্দন সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পূণর্বিন্যাস করা এ সাইটে বেশকিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে সাইটটি উন্মোচন করা হয়। আর ২০০২ সালে এ সাইটের প্রথম পুনরায় ডিজাইন করা হয়।
সূত্র জানায়, আগামী ২০১৫ সালের মধ্যে টেকনোপার্কে ২ লাখ মানুষের তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে। অচিরেই ভারতে বিনিয়োগের শীর্ষ পাঁচটি খাতের অন্যতম খাত হিসেবে আত্মপ্রকাশ করবে এ টেকনোপার্ক।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭১৫ ঘণ্টা, আগষ্ট ২, ২০১০