ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

৮ ইঞ্চি কোয়াড কোর ট্যাব ৮৭০০ টাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
৮ ইঞ্চি কোয়াড কোর ট্যাব ৮৭০০ টাকায় ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: ‘এডুমেকার ল্যাপটপ ফেয়ার’-এর অন্যতম আকর্ষণ ৮ হাজার ৭শ টাকা মূল্যের ৮ ইঞ্চি কোয়াড কোর প্রসেসরের ট্যাবটি। এটি এনেছে গ্যাজেট গ্যাং সেভেন।

মেলা উপলক্ষে দুই হাজার টাকা কমিয়ে এ মূল্য রাখা হচ্ছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। শুক্রবার (১৩ নভেম্বর) চলছে দ্বিতীয় দিনের কার্যক্রম।

এদিনে ভিড় সামলাতে ব্যস্ত কর্মকর্তারা বাংলানিউজের সঙ্গে আলাপে দাবি করেন, বাংলাদেশে এ দামের মধ্যে এমন কনফিগারেশনের ট্যাব আর পাওয়া যাবে না।

তারা বলছেন, বাজারে এ ট্যাবের সুনাম রয়েছে, কাটতি ভালো। তাই একটিমাত্র ট্যাব নিয়েই তারা মেলায় হাজির হয়েছেন আত্মবিশ্বাস নিয়ে, যার ফলও পাচ্ছেন।
 
সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. তৌহিদুল হাসান বলেন, এটি মধ্যবিত্তের ক্রয়সীমার মধ্যে বলেই এতটা জনপ্রিয়। তরুণরা খুব পছন্দ করছেন এ পণ্যটি।
 
তরুণদের পাশাপাশি শিশুর ভিড়ও পাওয়া গেল স্টলটিতে। জুরাইন থেকে আসমা আক্তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে মেলায় এসেছেন। ঘুরে-ফিরে গ্যাজেট গ্যাং সেভেনের ৮ ইঞ্চি ট্যাবটিই পছন্দ হলো আসমার বড় ছেলে রাভেলের।

আট বছরের রাভেল জানায়, আগে থেকেই একটি ট্যাবে সে খেলে। কিন্তু সেটি ৭ ইঞ্চির। এবার আরেকটু ভালো নিতে চায়। ৮ ইঞ্চির নতুন এ ট্যাবের পাওয়ার, মেমোরি, ক্যামেরা রেজ্যুলেশন নিয়ে একের পর এক প্রশ্ন করছে রাভেল বিক্রেতা ‘আঙ্কেলকে’।

জবাবে তৌহিদ লিফলেটে দেখান, এক জিবি র‌্যাম, কোয়াড কোর প্রসেসর, ফ্রন্ট ক্যামেরা পাঁচ মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা আট মেগাপিক্সেল, সিপিইউ স্পিড ওয়ান পয়েন্ট থ্রি গিগাহাডর্জ, ব্যাটারি ৪২০০ মিলি অ্যাম্পিয়ার। কমপক্ষে ৭ ঘণ্টা চার্জ থাকবে বলে জানান তারা।
 
‘এর মডেল জিজি৭-জি৮, রং সাদা, শেল ম্যাটেরিয়াল পলিকার্বোনেট, ডিসপ্লে টেকনোলজি আইপিএস এইচডি স্ক্রিন’- বলে রাভেলকে সন্তুষ্ট করেন তৌহিদ।
মেলা শেষে এটি পেতে ফোন দিতে হবে- ০৯৬১২৩৩৩৭৭৭ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসকেএস/এএ

** ছুটির দিন শুরুতেই ভিড় জমেছে ল্যাপটপ মেলায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।