এখন থেকে জিমেইল এর অ্যাটাচ করা ফাইল ‘ড্র্যাগ অ্যান্ড ড্রপ’ মাধ্যমে সহজেই ডেস্কটপে ডাউনলোড এবং সংরক্ষণ করা যাবে। তবে এ সুবিধা পাবে শুধু ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা।
গুগল সূত্র জানায়, যারা অনেক বেশি ফাইল ইমেইলে অ্যাটাচ করে থাকেন, তাদের জন্য সেবাটি বেশ উপভোগ্য হবে। কারণ এখন তাদের অনেক সময় বেঁচে যাবে। সঙ্গে কাজটাও সহজ হবে। ইমেইলে অ্যাটাচকৃত ফাইলটি ডাউনলোড করতে শুধু জিমেইল থেকে ধরে তা ডেস্কটপে ছেড়ে দিলেই নিজে থেকেই ডাউনলোড হয়ে যাবে।
উল্লেখ্য, গত এপ্রিল থেকে জিমেইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বৈশিষ্ট্যের আদলে বেশকিছু সেবা যুক্ত হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে ইমেইলে ফাইল অ্যাটাচ করার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তা মেইলে ছেড়ে দিলেই অ্যাটাচ হয়ে যায়। অন্যটি ‘ড্র্যাগ অ্যান্ড ড্রপে’ ইমেইলে ছবি যুক্ত করা।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭১৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০