ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রাউজারের শীর্ষে ইন্টারনেট এক্সপ্লোরার

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, আগস্ট ৪, ২০১০
ব্রাউজারের শীর্ষে ইন্টারনেট এক্সপ্লোরার

এ মুহূর্তে প্রচলিত ইন্টারনেট ব্রাউজারের মধ্যে শীর্ষ অবস্থানে আছে ইন্টারনেট এক্সপ্লোরার। আন্তর্জাতিক পূঁজিবাজারে শেয়ারের ভিত্তিতে এ তথ্য জানায় নেট অ্যাপলিকেশন স্ট্যাটিস্টিক।

গত জুলাই এর শেষভাগে পূঁজিবাজারে ইন্টারনেট ব্রাউজারগুলোর মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরারের শেয়ারের পরিমাণ হয় ৬০.৭ ভাগ। যা আগের মাসের চেয়ে শতকরা ৪ ভাগ বেড়েছে।

অন্যদিকে মজিলা ফায়ারফক্স এর শেয়ারের পরিমাণ আগের মাসের চেয়ে ৯ ভাগ কমে ২২.৯ ভাগে নেমে এসেছে। আর গুগলের ক্রোম ব্রাউজারের পরিমাণ .০৮ ভাগ কমে ৭.২ ভাগ হয়েছে। নেট অ্যাপলিকেশন স্ট্যাটিস্টিকস সূত্র জানায়, ইন্টারনেট এক্সপ্লোরারের অষ্টম সংস্করণ উন্মোচনের ১০ মাসের মাথায় ব্রাউজারটি শীর্ষ অবস্থানে এসেছে।

উল্লেখ্য, ব্যবহারকারীরা ইন্টারনেট এক্সপ্লোরার এর ষষ্ঠ সংস্করণ অনেক দিন ব্যবহার করে। কিন্তু তা নিরাপদ না হওয়ায় বারবার সমালোচিত হয়। কিন্তু ১০ মাসে আগে ইন্টারনেট এক্সপ্লোরার এর অষ্টম সংস্করণ উন্মোচনের পর ব্যবহারকারীরা নতুন সংস্করণের ব্যবহার শুরু করে। অষ্টম সংস্করণে বেশকিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। যা ইন্টারনেট এক্সপ্লোরারকে আরও জনপ্রিয় করতে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৫ ঘণ্টা, আগষ্ট ৪, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।