ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে রবি’র ই-সেবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
হোয়াটসঅ্যাপে রবি’র ই-সেবা

ঢাকা: স্যোসাল কমিউনিকেশন প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে উদ্ভাবনী ই-সেবা চালু করেছে গ্রাহক-বান্ধব মোবাইল ফোন অপারেটর রবি।

এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো এমন একটি উদ্ধাবনী ডিজিটালাইজড গ্রাহক সেবার চ্যানেল চালু হলো।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (০৫ জানুয়ারি) রবি জানায়, রবি’র প্রযুক্তি-বান্ধব গ্রাহকরা এখন থেকে সহজেই ডিজিটাল প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ সার্ভিস চ্যানেলটির মাধ্যমে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত (প্রতিদিন) সেবাটি গ্রহণ করতে পারবেন।

হোয়াটসঅ্যপে সম্মানিত গ্রাহকদের ডিজিটাল সেবা প্রদানের জন্য রবি’র সম্প্রতি গৃহীত বেশ কয়েকটি পদক্ষেপের একটি। ডিজিটাল যুগে গ্রাহকের পরিবর্তিত চাহিদা ও প্রয়োজনের দিকটি মাথায় রেখে রবি কতটা প্রস্তুত এ পদক্ষেপ তারই প্রতিফলন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।