ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আন্তর্জাতিক বাণিজ্যমেলা

লাভা নিয়ে এলো নতুন মডেলের স্মার্ট ফোন

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
লাভা নিয়ে এলো নতুন মডেলের স্মার্ট ফোন ছবি : বাদল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: স্মার্ট ফোন জগতে লাভা নিয়ে এলো নতুন মডেলের ফ্লেয়ার এস-১। স্মার্ট ফোন জগতে ৪ দশমিক ৫ ইঞ্চির নতুন মডেলের এই সেটটি ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে বলে মনে করেন আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান আন্তর্জাতিক বাণিজ্যমেলার ১০নং মিনি প্যাভিলিয়নে নতুন মডেলের এ সেটটির উদ্বোধন করেন। লাভার চীফ অপারেটিং অফিসার (সিওও) মো: জহুরুল হক (বিপ্লব), মাকেটিং ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ স্মার্ট ফোনটির মূল্য মাত্র ৪৬৯০ টাকা।
 
আশরাফুল হাসান বলেন, নতুন এই সেটটি স্মার্ট ফোন জগতে লাভাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। লাভা ফোনের গুণগত মান ঠিক রেখে নতুন নতুন মডেলের সেট বাজারে ছাড়ছে। আমার বিশ্বাস, নতুন এই স্মার্ট ফোনটি ক্রেতাদের পছন্দের তালিকায় চলে আসবে।

লাভা ৪ দশমিক ৫ ইঞ্চি মনিটরের আরো একটি আইরিস স্মার্ট ফোন এবং আরো ৩টি নতুন মডেলের স্মার্ট ফোন  বাজারজাত করবে।
 
ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতিটি স্মার্ট ফোনে ৩০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে লাভা। এছাড়া লাভা’র ফোন কিনলেই হেডফোন, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন গিফট দিচ্ছে লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড।
 
এবার বাণিজ্যমেলায় লাভাই দিচ্ছে স্মার্ট ফোনের সবচেয়ে আকর্ষণীয় অফার। লাভা’র নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি উন্নতমানের প্রযুক্তির এসব ফোন ব্যবহারে যেমন আরামদায়ক, তেমনি দামের ক্ষেত্রেও সবার আওতার মধ্যেই।
 
এশিয়ার লিডিং ব্রান্ড লাভা গ্রামীণ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাংলাদেশের মার্কেটে যাত্রা শুরু করে ২০১৪ সালের জুলাই মাসে। উন্নত প্রযুক্তির মোবাইল ফোন এবং হয়রানিবিহীন কাস্টমার সার্ভিস দিয়ে ইতোমধ্যে লাভা বাংলাদেশের মার্কেটে খ্যাতি অর্জন করেছে।
 
সারাদেশে  লাভা’র রয়েছে ৩৭টি সার্ভিস সেন্টার। এ বছরে আরো ৫০টি সার্ভিস সেন্টার বাড়ানোর চিন্তা ভাবনা করছে প্রতিষ্ঠানটি। এসব সার্ভিস সেন্টারে ফোনের যেকোনো সমস্যা সহজেই সমাধান করার সুযোগ পাবেন কাস্টমাররা।  

লাভাই একমাত্র স্মার্ট ফোন কোম্পানি প্রতিটি মোবাইল ফোনে দিচ্ছে ১৩ মাসের ওয়ারেন্টি। এছাড়া ৭ দিনের মধ্যে কোনো স্মার্ট ফোনে সমস্যা দেখা দিলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে লাভা ফোন কোম্পানি।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।