ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

১১ হাজার রুপিতে লেনোভোর ৪জি হ্যান্ডসেট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
১১ হাজার রুপিতে লেনোভোর ৪জি হ্যান্ডসেট

ঢাকা: মাত্র ১১ হাজার রুপিতে (১ রুপি ১.২০ টাকা) ভারতের বাজারে ৪জি প্রযুক্তির হ্যান্ডসেট ছেড়েছে চীনা হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেনোভো। বুধবার (১৩ জানুয়ারি) থেকে হ্যান্ডসেটটির চালান শুরু হবে বলে লেনোভোর অফিসিয়াল পেজে জানানো হয়েছে।



৫.৫ ইঞ্চি পর্দার ‘লেনোভো এ৭০০০ টার্বো’ হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ললিপপ ৫ ভার্সন।  

১.৭ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের সঙ্গে হ্যান্ডসেটটির ৠাম ২ গিগাবাইট। হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

দুই সিম ব্যবহার সুবিধাসম্পন্ন ‘লেনোভো এ৭০০০ টার্বো’ হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ১৬ গিগাবাইট, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

প্রাথমিক ম্যাট ব্ল্যাক রঙে হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছে লেনোভো।

বাংলাদেশ সময় : ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।