ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পটুয়াখালীতে তথ্য মেলার শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জানুয়ারি ২০, ২০১৬
পটুয়াখালীতে তথ্য মেলার শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো-এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের আলাউদ্দিন শিশুপার্কে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পটুয়াখালী জেলা শাখা আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার।

এর আগে মেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় সরকারি-বেসরকারি ২৬টি স্টল স্থান পেয়েছে। তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।