ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াডের আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও দৈনিক সমকাল। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজ।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থাপতি ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়াও আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মো. আলী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। পৃষ্ঠপোষকতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এমআইকে/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।