ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক-অপেরা নিয়ে এলো সবচেয়ে বড় প্রিমিয়াম অ্যাপ স্টোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বাংলালিংক-অপেরা নিয়ে এলো সবচেয়ে বড় প্রিমিয়াম অ্যাপ স্টোর

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতি গুরুত্ব দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংললিংক তার গ্রাহকদের দেশের সবচেয়ে বড় প্রিমিয়াম অ্যাপ স্টোর ব্যবহারের অনন্য সুযোগ করে দিয়েছে।
 
এজন্য অপেরার সঙ্গে যুক্ত হয়ে বাংলালিংক প্রথমবারের মতো নিয়ে এসেছে সবচেয়ে বড় প্রিমিয়াম অ্যাপ স্টোর ‘বাংলালিংক অ্যাপ স্টোর’।


 
এই অফারটি অ্যাক্টিভেট করে গ্রাহকরা ‘বাংলালিংক অ্যাপ স্টোর’ থেকে আনলিমিটেড প্রিমিয়াম অ্যাপস এবং গেমস ডাউনলোড করতে পারবেন। গ্রাহকরা প্রথম সাবস্ক্রিপশনের ৭ দিন ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারবেন। একটি ক্যাটালগে গ্রাহকরা তিন লাখেরও বেশি অ্যাপস ব্যবহারের অনন্য সুযোগ পাবেন।

বাংলালিংক একই সঙ্গে অ্যাপসগুলো আপডেট এবং নতুন অ্যাপস সংযোজন করবে।
 
অফারটি অ্যাকটিভেট করতে গ্রাহকদের apps.banglalink.com.bd সাইটটি ভিজিট করতে হবে।
 
বাংলালিংক অ্যাপ স্টোর সাবস্ক্রিপশন ফি সপ্তাহে ১১.৯৫ টাকা (এসডি+ভ্যাট+এসসি অন্তর্ভুক্ত)। সাবস্ক্রিপশনের পর গ্রাহকদের ব্রাউজিং এবং ডাউনলোড চার্জ দিতে হবে। গ্রাহকরা এই সেবাটি আর গ্রহণ করতে না চাইলে তাদের অ্যাকাউন্ট থেকে আনসাবস্ক্রিপশন করতে পারবেন।
 
মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলালিংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সারা বিশ্বে প্রযুক্তিগতভাবে যেসব উন্নতি হচ্ছে তা মানুষের জীবনকে আরও সহজগম্য এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে তুলছে। ক্রমবিকাশমান আধুনিক এবং ডিজিটাল বিশ্বে বিনোদনসহ মানুষ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস’র ওপর বেশি নির্ভরশীল হচ্ছে।

এ কারণেই বাংলালিংক ডিজিটাল বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং তারই অংশ হিসেবে ‘বাংলালিংক অ্যাপ স্টোর’ চালু করেছে।
 
অ্যাপ স্টোর সম্বন্ধে বাংলালিংক-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং সিইও এরিক অস বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলালিংক অ্যাপ স্টোর আমাদের ডিজিটালাইজেশনের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।
 
অপেরার সাউথ এশিয়া এবং সাউথইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ বলেন, যে সকল মোবাইল ব্যবহারকারী অনলাইনে সময় কাটাতে ভালোবাসেন কিন্তু ডাটা ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সচেতন তাদের জন্য এই সেবাটি উপকারী হবে। এখন এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি অ্যাপ স্টোরের সাথে লেনদেন না করে তাদের মোবাইল ফোন বিলের মাধ্যমে একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন রেট পরিশোধ করবেন।
 
আমরা বাংলালিংকের সাথে সহযোগিতার মাধ্যমে এই সেবাটি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত।
 
অপেরা বিশ্বব্যাপী ৩৫০ মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীকে তাদের প্রয়োজনীয় তথ্য এবং সেবার সঙ্গে সংযুক্ত করেছে। অপেরা অ্যাডভারটাইজিংয়ের মাধ্যমে প্রকাশদের তাদের কনটেন্ট মনেটাইজ করতে সাহায্য করে এবং অ্যাডভারটাইজাররা কাঙ্ক্ষিত দর্শকদের কাছে বিজ্ঞাপনটি নিয়ে গিয়ে ব্যবসার মান বাড়াতে সাহায্য করে। অপেরা তার এক বিলিয়নেরও বেশি গ্লোবাল কনজ্যুমার অডিয়েন্সের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করে।
 
অপেরা, অপেরা সফ্টওয়্যার এএস-এর একটি ট্রেডমার্ক।
 
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।