ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

জামালপুরে ‘ফেসবুক মেলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জামালপুরে ‘ফেসবুক মেলা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কাজে লাগিয়ে জামালপুরকে সম্ভাবনা ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে ‘ফেসবুক মেলা’।

জামালপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কাজে লাগিয়ে জামালপুরকে সম্ভাবনা ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে ‘ফেসবুক মেলা’।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা এমপি।

এসময় জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-
ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, জাতীয় পার্টির নেতা খন্দকার হাফিজুর রহমান বাদশা ও জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান।

মেলায় তথ্যপ্রযুক্তি ও ফেসবুক বিষয়ক ২৪টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।