ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

স্বপ্লমূল্যে ‘ভয়েস মেইল’ সার্ভিস আসছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
স্বপ্লমূল্যে ‘ভয়েস মেইল’ সার্ভিস আসছে

আগামী দুই-এক সপ্তাহের মধ্যে স্বপ্লমূল্যে মোবাইলে ‘ভয়েস মেইল’ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

ঢাকা: আগামী দুই-এক সপ্তাহের মধ্যে স্বপ্লমূল্যে মোবাইলে ‘ভয়েস মেইল’ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
   
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনাতয়নে মোবাইল নেটওয়ার্কের সেবার মান নিয়ে গণশুনানিকালে একথা জানান বিটিআরসি চেয়ারম্যান।


 
বিটিআরসি চেয়ারম্যান বলেন, কেউ ফোন করলো আপনি মিটিংয়ে চলে গেলেন, তখন অনেক সময় কল ধরা যায় না। এজন্য ভয়েস মেইল নিয়ে আসছি। ২০টা পর্যন্ত ভয়েস মেইল পাঠাতে পারবেন। এটা নিয়ে কাজ করছি। আগামী ২/১ সপ্তাহের মধ্যে এ সেবা নিয়ে হাজির হবো।  
 
বিটিআরসির এ গণশুনানিতে সাংবাদিকসহ প্রায় দুইশ’ জন উপস্থিত থাকলেও অপারেটরদের কেউ ছিলেন না।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।