ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

অ্যাপ-ভিত্তিক নতুন সেবা ‘জুম প্রো’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
অ্যাপ-ভিত্তিক নতুন সেবা ‘জুম প্রো’

মোবাইল আ্যপ ভিত্তিক যানবাহন সেবা দানকারী প্রতিষ্ঠান ‘ট্যাক্সিওয়ালা’ ঢাকায় বসবাসকারী চাকরিজীবিদের নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যাতায়াতের জন্য নিয়ে এসেছে অফিস সাটল সার্ভিস ‘জুম প্রো’।
 

মোবাইল আ্যপ ভিত্তিক যানবাহন সেবা দানকারী প্রতিষ্ঠান ‘ট্যাক্সিওয়ালা’ ঢাকায় বসবাসকারী চাকরিজীবিদের নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যাতায়াতের জন্য নিয়ে এসেছে অফিস সাটল সার্ভিস ‘জুম প্রো’।

এই সেবার আওতায় সম্প্রতি প্রতিষ্ঠানটির ৩টি গন্তব্য চালু হয়েছে।

আগামীতে আরও কিছু গন্তব্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া তারা মনে করছেন একই গন্তব্য ও সময়ে নূন্যতম সাত জন যাত্রী হলেই নতুন গন্তব্য চালু করা সম্ভব।

এ বিষয়ে ট্যাক্সিওয়ালা’র পরিচালক হাবিব রহমান বলেন, নতুন গাড়ী নয়, বরং বর্তমানে প্রচলিত ভাড়ায় কার সমূহের সাথে পার্টনারশীপ ব্যবস্থার মাধ্যমেই এ সার্ভিস দেওয়া হচ্ছে। সেইসাথে উন্নত প্রযুক্তির ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম ও অ্যাপ্লিকেশন ব্যবহৃত হচ্ছে।

ঢাকার বর্তমানের ট্রাফিক জ্যামে ‘জুম প্রো’ কিছুটা হলেও যাত্রীদের স্বস্থি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা তার।

তিনি আরো বলেন, অফিস যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে শুধুমাত্র প্রকৃত লাইসেন্সধারী, অভিজ্ঞ এবং বিশেষভাবে প্রশিক্ষিত চালকরাই এই সার্ভিসে ব্যবহৃত গাড়ীগুলি পরিচালনা করেন এবং সকল যাত্রীদের পরিচয়, ঠিকানা ভেরিফাই করা হয়।

গন্তব্য অনুযায়ী নির্দিষ্ট যাত্রী ছাড়া কোন অবস্থাতেই অন্যকোন যাত্রী বহন করা হয় না বলেও জানান হাবিব রহমান।

প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসে দুই তরুন ফারাজ রহমান ও ওসামা মাকসুদ ট্যাক্সিওালা সার্ভিসটি চালু করেন। তবে এতদিন এর মাধ্যমে শুধুমাত্র তমা ট্যাক্সি’র সার্ভিসই পাওয়া যেত।

এই বছরের শুরুর দিকে তাদের সঙ্গে একদল অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি যুক্ত হয়ে সেবায় ব্যাপক পরিবর্তন এবং পরিবর্ধন নিয়ে আসেন।
বর্তমানে ট্যাক্সিওয়ালা ‘জুম প্রো’ সার্ভিস ছাড়াও বিভিন্ন প্যাকেজভিত্তিক সেবা দিচ্ছে। আরও জানুন এই (০৯৬৭৮৭৭৪৪৬৬) নাম্বারে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।