গত ১৫ আগস্ট থেকে কমে গেছে দেশের আভ্যন্তরীণ মোবাইল ফোন এর এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) চার্জ। ঘোষণা অনুযায়ী প্রতি একক মোবাইল বার্তায় এখন থেকে ভ্যাট ছাড়া খরচ হবে ৫০ পয়সা।
বিপরীতে আন্তর্জাতিক মোবাইল এসএমএস চার্জও কমে যাচ্ছে। দেশের আভ্যন্তরে ভ্যাট ছাড়া সর্বোচ্চ খরচ ৫০ পয়সা এবং আন্তর্জাতিক পরিসরে আড়াই টাকা।
উল্লেখ্য, ২৯ জুলাই বিটিআরসির কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৪ আগস্ট বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) দেশের মোবাইল সবগুলো অপারেটরদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ ১০ দিন সময় দেওয়া হয়।
বিটিআরসি সূত্রে উল্লেখ করা হয়, ভ্যালু অ্যাডেড সার্ভিস এর এসএমএস চার্জ দুই টাকার বেশি ধার্য করা যাবে না। ফলে দেশের কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারী এখন থেকে স্বল্প খরচে মোবাইল বার্তা উপভোগ করার সুযোগ পাবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০