ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোনে অফলাইনেই হোয়াটসঅ্যাপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আইফোনে অফলাইনেই হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান বিশ্বজুড়েই জনপ্রিয়। কিন্তু আইফোন ব্যবহারকারীদের জন্য এই ব্যবস্থা আরও আকর্ষণীয় হয়ে উঠলো। এই বিশেষ অ্যাপটি ব্যবহার করে বার্তা পাঠাতে আর ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে না। আইফোন ব্যবহারকারীরা অফলাইনে থেকেই বার্তা পাঠাতে পারবেন।

এক্ষেত্রে আপনার দেওয়া বার্তাগুলো কিউতে রেখে সিগনাল ফিরে এলেই তা পৌঁছে দেবে হোয়াটসঅ্যাপ। অ্যাপল ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে চাইলে তাদের হোয়াটসঅ্যাপের সবশেষ ভার্সন ২.১৭.১ ইনস্টল করে নিতে হবে।



অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আগে থেকেই এই সুবিধা উপভোগ করতে পারছেন। আর নতুন এই ভার্সন একসঙ্গে ৩০টি ছবি কিংবা ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানোর সুযোগ রেখেছে। আগে এই সংখ্যা ছিলো ১০টি।

এছাড়াও স্টোরেজ ইউজেজ নামে একটি অপশান রয়েছে যার মাধ্যমে ফোনের স্পেস ফ্রি করার সুযোগ থাকবে।

এ জন্য আপনার ফোনের সেটিংস থেকে ড্যাটা অ্যান্ড স্টোরেজ গিয়ে ক্লিয়ার চ্যাট বাটন ব্যবহার করতে হবে।
বাংলাদেশ সময় ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।