ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হলো স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
শুরু হলো স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো মেলা ট্যাব এক্সপো মেলা-২০১৭ উদ্বোধন/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী স্মার্টফোন এবং ট্যাব এক্সপো মেলা-২০১৭। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)  বিকেল সোয়া ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে মেলার উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

মেলাটির আয়োজন করে এক্সপো মেকার। ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্থপতি ইয়াফেস ওসমান বলেন, দেশ আজ প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে কিনতে পারছেন।

তিনি বলেন, দেশ একদিন সব আধুনিক প্রযুক্তি তৈরি হবে। আমি কোম্পানিগগুলোকে বলবো আপনারা লাভ করেন সমস্যা নেই, কিন্তু দেশের মানুষদের সঠিক প্রযুক্তিগত সেবা দিন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বেসিসের সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭ 
এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।