ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাতাসে দূষণ পরিমাপক মনিটর আবিষ্কার করলো অ্যাপলম্বটেক বিডি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বাতাসে দূষণ পরিমাপক মনিটর আবিষ্কার করলো অ্যাপলম্বটেক বিডি বাতাসে দূষণ পরিমাপক মনিটর আবিষ্কার করলো অ্যাপলম্বটেক বিডি

ঢাকা: বিশ্বে বায়ু দূষণজনিত কারণে ক্যান্সারের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। এজন্য পরিবেশ সচেতন ব্যক্তিদের কাজে লাগবে এয়ার কোয়ালিটি সেন্সর। সম্প্রতি অ্যাপলম্বটেক বিডি নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান বাত‍াস দূষণ পরিমাপক একটি মনিটরের অবিষ্কার করেছে।

এ বিষয়ে অ্যাপলম্বটেক বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফ সাইফুল্লাহ জানান, এতোদিন ধরে জেনে আসছি, পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু পরিবেশ দূষণের হার কেমন তা জানার সুযোগ ছিল না।

আমাদের প্রতিষ্ঠানের উদ্ভাবন করা মনিটর কোনো জায়গায় রাখলে সেখান থেকে প্রতি সেকেন্ডে তথ্য নেবে এবং মনিটরের ডিসপ্লেতে প্রদর্শন করবে।

বাংলাদেশে এয়ার কোয়ালিটি মনিটরের বহুল ব্যবহারের ক্ষেত্র রয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো স্থানে দূষণের মাত্রা জেনে অবকাঠামো নির্মাণ, বসবাস এমনকি সন্তানকে স্কুলে পাঠানোর পরিকল্পনা করা যাবে। কোথাও দূষণের হার অত্যাধিক থাকলে সেখানে শিল্প-কারখানাগুলো স্থানান্তর করার পরিকল্পনা করা যাবে। সরকার চাইলে ঘরে বসেই এয়ার কোয়ালিটি মনিটর বসিয়ে যেকোনো জায়গা থেকে বাতাসে দূষণের পরিমাণ সঙ্গে সঙ্গে জানতে পারবে। এতে আমাদের দেশে পরিবেশ সচেতনতা বাড়বে।

তিনি আরও জানান, অ্যাপলম্বটেক বিডি উদ্ভাবিত এয়ার কোয়ালিটি মনিটর যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড মেনে চলছে। ফলাফল একই হয় কিনা তা যাচাই করার জন্য যুক্তরাষ্ট্রে প্রচলিত এয়ার কোয়ালিটি সেন্সর লেজার এগের ডাটার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স স্ট্যান্ডার্ড অনুসারে ০ থেকে ৫০০’র মধ্যে নাম্বার এবং বাতাসের পরিশুদ্ধতা জানানো হয়। ০-৫০’র মধ্যে ডাটা আসলে গুড, ৫১-১০০’র মধ্যে মডারেট, ১০১-১৫০’র মধ্যে আনহেলদি ফর সেনসিটিভ গ্রুপ, ১৫১-২০০’র মধ্যে আনহেলদি, ২০১-৩০০ ভেরি আনহেলদি এবং ৩০১-৫০০’র মধ্যে আনহ্যাজার্ড হিসেবে ডাটা উপস্থাপন করবে।

সম্প্রতিক সময়ে এ মনিটর উদ্ভাবন করা হয়েছে। এখনও বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়নি। সবমিলিয়ে এয়ার কোয়ালিটি সেন্সরের দাম পাঁচ হাজার টাকার মধ্যেই থাকবে বলে জানান অ্যাপলম্বটেক বিডির সিইও সাইফুল্লাহ।

বাংল‍াদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।