এসময় রিজেন্সি ই-শপের মালিক তরুণ উদ্যোক্তা রাতুল ইসলাম রাহাত তার প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়ে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসপি জয়দেব চৌধুরী রিজেন্সি ই-শপ ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
রাহাত বাংলানিউজকে জানান, www.regencyeshop.com রিজেন্সি ই-শপ থেকে ঘরে বসেই যে কেউ পছন্দের পণ্য কিনতে পারবেন। ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিকস সামগ্রী ও পোশাক-আশাকসহ সব কিছু পাওয়া যাবে রিজেন্সি ই-শপে।
নেত্রকোনাবাসীর জন্য সারা বছর থাকছে হোম ডেলিভারি একদম ফ্রি। এছাড়া সরাসরি পণ্য কিনতে শহরের মোক্তারপাড়া এলাকায় রয়েছে রিজেন্সি ই-শপের নিজস্ব শো-রুম।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরবি/