ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্লাউডই তথ্যপ্রযুক্তি দুনিয়ার ভবিষ্যত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ক্লাউডই তথ্যপ্রযুক্তি দুনিয়ার ভবিষ্যত সফটএক্সপো’তে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ ক্লাউড কম্পিউটিং’ শীর্ষক সেমিনারে বক্তারা

ভবিষ্যতের তথ্য দুনিয়ায় নেতৃত্ব দেবে ক্লাউড কম্পিউটিং। ক্লাউডে তথ্য সংরক্ষণ যেমন সহজ, তেমনিভাবে তথ্য সংরক্ষণের খরচও অনেক কম। তথ্য থাকে সুরক্ষিতও।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেসিস সফটএক্সপোর তৃতীয় দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার হলে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ ক্লাউড কম্পিউটিং’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

তারা আরো বলেন, বাংলাদেশকেও ক্লাউড কম্পিউটিংয়ের দিকে এগিয়ে যেতে হবে।

কেননা, এই পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ও তথ্য প্রক্রিয়াকরণের খরচ কম।

সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের প্রধান পরিচালন কর্মকর্তা রিনা চাই এর সঞ্চালনায় সেমিনারে বক্তা হিসেবে ছিলেন বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল।

তিনি বলেন, বড় ধরণের ডাটা সেন্টার তৈরি করতে প্রচুর বিনিয়োগের প্রয়োজন হয়। এজন্য অবকাঠামো নির্মাণ করতে হয়। কিন্তু ক্লাউডে তথ্য রাখলে অবকাঠামো নির্মাণের দরকার হয় না। তথ্য সংরক্ষণের খরচ অনেক কমে যায়। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ গঠনে ক্লাউড কম্পিউটিং অন্যতম ভূমিকা রাখতে পারে।

মাইক্রোসফট করপোরেশন ডব্লিউ ডব্লিউ এন্টারপ্রাইজেস অ্যান্ড পার্টনার সাউথ ইস্ট গ্রুপের সেলস ডিরেক্টর সঞ্জয় পাতিল বলেন, অনেকে মনে করেন ক্লাউডে তথ্য রাখলে তা বুঝি সুরক্ষিত থাকে না। হ্যাকিংয়ের ভয় থাকে। আসলে তা নয়। মাইক্রোসফটের ক্লাউড সার্ভারগুলো সুরক্ষিত। এখান থেকে তথ্য হ্যাক হওয়ার আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।