১৮ আগস্ট সন্ধ্যায় দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অ্যাডপ্যাক এর আইপি (ইন্টারনেট প্রোটোকল) টেলিফোননির্ভর পণ্য সম্ভার। বিশ্বব্যাপী টেলিশিল্পের আধুনিকায়ন এবং যোগাযোগ মাধ্যমের মানোন্নয়নে কোরিয়াভিত্তিক নির্মাতা অ্যাডপ্যাক এরই মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
এখন থেকে দেশের বাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন আইপি টেলিফোননির্ভর পণ্য নির্মাতা অ্যাডপ্যাক এর সব পণ্য বিপণন করবে দেশীয় প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেম (ইএসএল)। অ্যাডপ্যাক দেশে ভিডিও কনফারেন্স, আইপি টেলিফোনি এবং আইপি পিএবিএক্স সেবা স্থাপনে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয় এর উপদেষ্টা ড. মুনির হাসান। । অনুষ্ঠানে আইপি টেলিফোন এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং কারিগরি দিক উপস্থাপন করেন অ্যাডপ্যাক এর আঞ্চলিক বিপণন পরিচালক এরিক হং।
অনুষ্ঠানের শেষভাগে এক্সপ্রেস সিস্টেম এর প্রতিষ্ঠাতা আবদুল ফাত্তাহ বলেন, এ মুহূর্তে সরকার আইপি টেলিফোনি সম্প্রসারণে পজেটিভ। ফলে দেশে তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক সেবার মানোন্নয়নে আইপি টেলিফোনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আর দেশের বাজারে আইপি টেলিফোনি সেবার প্রচারের এটাই সঠিক সময়।
এ মুহূর্তে সরকার আইপি টেলিফোনি সেবার বিষয়ে বিধিনিষেধ শিথিল করেছে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ এর রুপরেখা বাস্তবায়ন এবং তথ্য গতির প্রশ্নে আইপি টেলিফোনি সময়ের সবচেয়ে উপযোগী মাধ্যম বলে আলোচকরা উল্লেখ করেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০